Ashfaque Abir

কিছু কথা

লেখালিখিতে হাতে খড়ি ছিল না একেবারে। মনের তাগিদ বা অলস অনুভূতির প্রকাশের একটু-আধটু চেষ্টা ছিল, শৈশব কেটেছে মাতামুহুরী নদীর পাড়ে, হয়তবা এ থেকে কিছুটা আনমনা খেয়ালের অনুরণন, শিক্ষা জীবনের প্রারম্ভ ছিল চট্রগ্রাম কলেজিয়েট এর লাল দালানে, নটরডেমের সহশিক্ষায় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য পড়াশোনা-এ জ্ঞান প্রেক্ষাগৃহে কিছু লিখিয়ে আর পড়িয়ে দেখিয়েছে, যারা লেখার প্রেরণা দিয়েছেন,এখন বিশ্ববিদ্যালয়ে সাহিত্য পড়াই, – কিছু অক্ষমতা লেখার দায় – এতেও বর্তায় ! ভাব প্রকাশের বালখিল্যতা বা অতি আবেগ যা কিছু বলি! শুধু লিখতে হবেই,এ জন্যই লিখা! বিশুদ্ব সত্ত্বার ব্যর্থ প্রয়াস!


সাম্প্রতিক লিখা সমূহ

শালিখ করে না তার নীড় অবহেলা উচ্ছ্বাসে নদীর ঢেউ হয়েছে সফেন, তুমি নাই বনলতা সেন। তোমার মতন কেউ ছিল কি কোথাও? কেন যে সবের আগে তুমি চলে যাও। কেন যে সবের আগে তুমি শালিখ করে না তার নীড় অবহেলা উচ্ছ্বাসে নদীর ঢেউ হয়েছে সফেন, তুমি নাই বনলতা সেন। তোমার মতন কেউ ছিল কি কোথাও? কেন যে সবের আগে তুমি চলে যাও। কেন যে সবের আগে তুমি