আমি আর কবিতা লিখব না
কবি হব না বলে নয়
কাব্যের কমতি আছে বলেও নয়
রসদপূর্ন উপমা আর নির্বাচিত প্রেম্যাখানের
ইতি হয়েছে বলে নয়-
আমি আর কবিতা লিখব না
জীবনযুদ্ধের নির্মমতায় পরাজিত বলে নয়
ছল মানুষের বিভ্রান্তে ব্যর্থ বলে নয়
রমনী বিলাসে আহত বলেও নয়
আমি আর কবিতা লিখব না
কারণ
কবিতা শোনার মানুষটি
কবিতা ভালবাসে
কবিকে নয়।